মেহেরপুরে নতুন ৫ জন করোনা আক্রান্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরো পাঁচজন করোনা পজেটিভ রোগী চিহ্নিত হয়েছেন। এদিকে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর বর্তমান সংখ্যা ২৯ জন। নতুন আক্রান্ত পাঁচজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন নয় জনের রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে পাঁচজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় চার হাজার ৬৪৫ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৬৮১ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৫৮১ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩০২ জন, গাংনী উপজেলায ২১০ জন এবং মুজিবনগর উপজেলায় ৬৯ জন রয়েছেন।
এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। চিকিৎসাধীন বাকি ২৯ জনের মধ্যে সদরে ২১ জন, গাংনীতে পাঁচজন এবং মুজিবনগরে তিন জন রয়েছেন। রেফার হয়েছেন ৫৪ জন। যার মধ্যে সদর উপজেলার ৪০জন, গাংনী উপজেলার ১২ জন ও মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন। মারা যাওয়া ১৭ জনের মধ্যে সদর উপজেলার নয়জন, গাংনী উপজেলার ছয়জন এবং মুজিবনগর উপজেলার দুইজন রয়েছেন।

Comments (0)
Add Comment