মেহেরপুরে নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন

মেহেরপুর অফিস: মেহেরপুরে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের কোর্ট মোড়ে অবস্থিত জেলা আইনজীবী ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন, সাবেক সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আবু সালেহ নাসিম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল আযম খোকন, অ্যাড. কামরুল হাসান, অ্যাড. আব্দুর রাজ্জাক ওরফে সাদ্দাম, অ্যাড. মিজানুর রহমানসহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা মানববন্ধনে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, ৩১ মে পর্যন্ত ভার্চুয়াল কোর্টের মাধ্যমে আদালত পরিচালনার জন্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক আদালত পরিচালিত হয়ে আসছে। এর মেয়াদ আবারও বাড়িয়ে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত করা হয়েছে। এ আদালতের মাধ্যমে অনেক ক্ষেত্রেই অসুুবিধার সম্মুখিন হচ্ছেন আইনজীবীরা। তাই ১৫ জুনের পরে এই ভার্চুয়াল কোর্র্টের মেয়াদ না বাড়িয়ে তারা ওই দিন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়মিত আদালত চালুর দাবি জানান।

Comments (0)
Add Comment