মেহেরপুরে পৃথক অভিযানে একাধিক মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিল ও হেরোইনসহ মেহেরপুর শহরের মাদক ব্যবসায়ী রাজিবকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করেন। রাজিব মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার সোহরাব হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সদর থানার ওসি শাহ দারা খান, ওসি (তদন্ত) সাজিবুর রহমানসহ পুলিশের একটি দল রাজিবের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে অভিযান চালান। অভিযান চালানোর এক পর্যায়ে তার ঘরের দেয়ালের মাঝে লুকিয়ে রাখা ১৮ বোতল ফেনসিডিল এবং ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, রাজীবের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের আরো ৮টি মামলা রয়েছে।
একই দিন বিকেলে মেহেরপুর জেলা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ মেহেরপুর শহরের মাদক ব্যবসায়ী রাজ কুমারকে গ্রেফতার করা হয়েছে। রাজকুমার মেহেরপুর শহরের ঘোষপাড়ার মাধব চন্দ্রের ছেলে। অভিযান চালানোর এক পর্যায়ে রাজকুমারের ঘরের দেয়ালের মাঝে লুকিয়ে রাখা ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে। পুলিশ আরো জানান রাজকুমারের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এদিকে পুলিশের অপর এক অভিযানে মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার ইশার উদ্দিনের ছেলে তাইজুল নামের অপর এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে তাইজুল বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Comments (0)
Add Comment