মেহেরপুর অফিস: ফ্যাসিবাদী আচরণ ও গণতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে মেহেরপুরে এক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌরসভার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন জেলার ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রতিনিধিরা। বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা হলে ভবিষ্যতে আমরা আরও বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, মেহেরপুর জেলা ছাত্রশিবির এর সেক্রেটারি আব্দুস সালাম, এনসিপি প্রতিনিধি আমির হামজা, হেফাজত ইসলামী প্রতিনিধি আরিফ। আরও উপস্থিত ছিলেন, খন্দকার মুইজ, রিপন, যুগ্ম সচিব তামিম হোসেন সোহেল, আবু সাঈদসহ ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ছাত্ররা। বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের সেøাগান দিতে থাকেন।