মেহেরপুরে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯৬ কারাবন্দীর পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

 

মেহেরপুর অফিস: সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রবেশন অফিসারের কার্যালয়ের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি মেহেরপুর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসক ও জেল সুপার, মেহেরপুরের সার্বিক সহযোগিতায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯৬ কারাবন্দীর পরিবারের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগির লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারাবন্দি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মোজাহিদুল ইসলাম উপস্থিত থেকে জেলখানায় আটক ৯৬ জনের পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, এক লিটার করে সয়াবিন তেল, ১ কেজি করে চিনিসহ সেমাই ও সাবান বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেল সুপার মোখলেসুর রহমান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। একইসাথে কারাগারে আটক আসামিদের বিনোদনের লক্ষ্যে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জামাদি বিতরণ করা হয়। জেলসুপার মোখলেসুর রহমান খেলাধুলার সরঞ্জামাদি গ্রহণ করেন।

Comments (0)
Add Comment