মেহেরপুরে ভুয়া ডিবি পুলিশ আটক

মেহেরপুর অফিস: মেহেরপুরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে দোকান মালিকের কাছ থেকে টাকা আদায় করায় জুবায়ের হোসেন (৩৪) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা রাতে তাকে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক জুবায়ের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। সে বেশ কিছুদিন ধরে মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ায় বসবাস করে আসছে।
মেহেরপুর সদর থানা পুলিশের ওসি শাহ দারা খান জানান, লকডাউন চলাকালে দোকান খুলে রাখায় ভয় দেখিয়ে জুবায়ের হোসেন নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মেহেরপুর শহরের বেড়পাড়া এলাকার সুজন নামের এক মুদি ব্যবসায়ীর কাছ থেকে পর্যায়ক্রমে নগদ অর্থ এবং সিগারেট আদায় করে আসছিল। এদিন সন্ধ্যায় রাতে আবারও জুবায়ের হোসেন ওই দোকান মালিকের কাছে গিয়ে লকডাউনের অজুহাতে দোকান খোলায় সুজনকে ভয়ভীতি প্রদর্শন করে এবং সুজনের নিকট থেকে নগদ টাকা ও সিগারেট নেয়। এ সময় দোকান মালিক সুজনের সন্দেহ হলে জুবায়ের হোসেনকে আটকে রেখে মেহেরপুর সদর থানা পুলিশে খবর দেয়। পরে মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে থানায় নিয়ে আসে।

Comments (0)
Add Comment