মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসে দুটি প্রতিষ্ঠানে জরিমানা আদায়

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারনে দুটি প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকার শাহীন স্টোর ও সিক্ত রিফাত হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেখানে পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অভিযোগে সিক্ত রিফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক খলিলুর রহমানের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় মোট ৪ হাজার টাকা এবং মেসার্স শাহিন স্টোরের মালিক শাহিনের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর আজিমুল হকসহ পুলিশ বাহিনীর সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment