মেহেরপুর অফিস: মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে মির জনি, মীর মিলন এবং ফখরুল ইসলাম নামের তিন চাঁদাবাজকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে মির জনি, মির মিলন এবং ফখরুল ইসলামকে আটক করা হয়। আটক মীর জনি মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে, ফখরুল ইসলাম ঘোষপাড়ার আব্দুর রশিদের ছেলে এবং মিলন ভূমি অফিস পাড়ার আমিনুল ইসলামের ছেলে। মীর জনি, মির মিলন এবং ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে মেহেরপুর থানায় হস্তান্তর করা হয়। মীর জনির বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা, ৩টি মাদক সংক্রান্ত মামলা। ফখরুল ইসলামের বিরুদ্ধে ৪টি চাঁদাবাজির মামলা, একটি মাদক সংক্রান্ত মামলা। মির মিলনের নামে ৩টি মাদক সংক্রান্ত মামলা, ৫টি চাঁদাবাজির মামলা, একটি নারী নির্যাতন মামলা রয়েছে বলে জানা গেছে।