মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপনে গ্রাম পর্যায়ে লিগ্যাল এইডের বার্তা পৌঁছে দেয়ার প্রত্যয় সেরা প্যানেল আইনজীবী পুরস্কার পেলেন মুজিবনগরের বল্লভপুর গ্রামের মেয়ে অ্যাডভোকেট রূত শোভা মন্ডল । গত সোমবার জেলা জজ আদালতের সম্মলন কক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) নুর নবী, সিনিয়র জেলা জজ মনজুরুল ইমাম, জেলা জজ নারী ও শিশু (নির্যাতন দমন ট্রাইবুনাল) তহিদুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মিনাজ, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, চিফ জুডিশন ম্যাজিস্ট্রেট শাহজাহান আলী, জেলা বারের সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, শিক্ষার্থী এবং সুধীজন অংশগ্রহণ করেন।