মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামে জামাল উদ্দিন হত্যা মামলায় বাচ্চু মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস. এম. নাসিম রেজা এই রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত বাচ্চু মিয়া মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিবের ছেলে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাইদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রায় ঘোষণার পর দ-প্রাপ্ত বাচ্চু মিয়ার স্বজনদের আহাজারিতে আদালত প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে ইজিবাইক চালক জামাল উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় হাসেম মিয়ার লিচু বাগানে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করেন। এ ঘটনা নিহত জামাল উদ্দিনের ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মেহেরপুর সদর থানায় বাচ্চু মিয়াকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত কাজ শেষ করে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিবের ছেলে বাচ্চু মিয়াকে গ্রেফতার করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িতে থাকার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন।
পরে মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই মেজবাহ উদ্দিন প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় মোট ১৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। সাক্ষীদের সাক্ষ্যে আসামি বাচ্চুমিয়া দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদ-াদেশ দেন। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরও দুই বছরের কারাদ-াদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর সাইদুর রাজ্জাক টোটন এবং আসামি পক্ষে রেহান উদ্দিন মনা কৌঁসুলি ছিলেন।