মেহেরপুরে ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন করোনা রোগী চিহ্নিত

মেহেরপুর অফিস: মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে করোনা রোগী বাড়ছে। গেলো ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় নতুন করে ১৬ জন করোনা পজেটিভ রোগী চিহ্নিত হয়েছে। নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় চারজন, গাংনী উপজেলার তিনজন ও মুজিবনগর উপজেলায় ছয়জন এবং চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার তিনজন পজেটিভ রোগী আছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৬৯ জন। গতকাল সোমবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ৬৮টি (এন্টিজেন টেস্ট ১৬টি, জীন এক্সপার্ট-১৫, আরটিপিসিআর-৩৭ টি) নমুনা পরীক্ষা শেষে ১৬ টি কোভিড পজেটিভ রোগী চিহ্নিত হয়। বাকিগুলো নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ১৭০ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ৩৫ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। বর্তমানে চিকিৎসাধীন ৬৯ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ১৯ জন, গাংনী উপজেলায় ২৮ জন ও মুজিবনগর উপজেলায় ২২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৭৯ জন। এদের মধ্যে সদর উপজেলার ৫৪ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ১০ জন রয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত ৮৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৯৮ জন, গাংনী উপজেলায় ২৬৮ জন ও মুজিবনগর উপজেলায় ৯৮ জন রয়েছেন । এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।

Comments (0)
Add Comment