মেহেরপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানসহ ১৮ জনকে জরিমানা আদায়

মেহেরপুর অফিস ঃ মহামারি করোনা ভাইরাসরোধে সরকারি আদেশ অমান্য, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাক্স পরিধান ছাড়া বাইরে ঘোরাফেরা করায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত বসিয়ে ১২ ব্যক্তিকে এবং একই ধরনের অভিযোগে মেহেরপুর শহরের ২ ব্যবসায়ি প্রতিষ্ঠান সহ ৬ জনকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মুজিবনগরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি এবং মেহেরপুর শহরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুজন দাস গুপ্ত ও্ই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়- করোনা ভাইরাসরোধে সরকারি বিধি সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাক্স পরিধান ছাড়া বাইরে ঘোরাফেরা করায় ভ্রাম্যমান আদালত উপজেলার কেদারগঞ্জ বাজারের ১২ ব্যক্তিকে ৩১০০ টাকা জরিমানা আদায় করে। একই সময় কেদারগঞ্জ বাজারের উপর দিয়ে মাটি ভর্তি ট্রাক্টর যাওয়ার মাটি পড়ে রাস্তা পিচ্ছল হওয়ায় ট্রাক্টরের চালক সানোয়ার হোসেনকে এক হাজার টাকা জরিমান আদায় ও মার্টি ভর্তি ট্রাক্টর চালককে সর্তক করা হয়। এ সময় মুজিবনগর থানার পুলিশ তার সাথে ছিলো।
একই দিন বিকেলে মেহেরপুর শহরে সরকারি নির্দেশ অমান্য করে বিকেল ৪ টার পরেও দোকান খোলা রাখায় ২ দোকানদারকে ১৫০০ টাকা এবং সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাক্স পরিধান ছাড়া বাইরে ঘোরাফেরা করায় ৬ জনকে ১৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

Comments (0)
Add Comment