মেহেরপুর জেনারেল হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালে ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির পক্ষ থেকে ১৫ লাখ টাকা মূল্যের ১০টি এবং মেহেরপুরের বিশিষ্ট ঠিকাদার জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও জে আর পরিবহনের স্বত্বাধিকারী জহুরুল ইসলামের পক্ষ থেকে ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সমিতির কোষাধ্যক্ষ মো. আতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব হোসেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁনের কাছে সেগুলো হস্তান্তর করেন। পরে কনসানট্রেটর কোম্পানির পক্ষ থেকে আগত ইঞ্জিনিয়ার হাসপাতালে গিয়ে হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে কনসানট্রেটরগুলোর ব্যবহার পদ্ধতি বুঝিয়ে দেন।
এর আগে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। একই সময় আনুষ্ঠানিকভাবে ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ঠিকাদার জহুরুল ইসলামের নিকট থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর গ্রহণ করেন। এ সময় জুম কনফারেন্সে অন্যদের মধ্যে যুক্ত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলম, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির সভাপতি প্রকৌশলী এ.এল.এম জিয়াউল হক, সহ-সভাপতি প্রকৌশলী একরামুল হক, সহ-সভাপতি অ্যাড. মোঃ শাহাবুদ্দিন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রকৌশলী মোঃ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক আ.ন.ম কুদরুত-ই খুদা, বিশিষ্ঠ ঠিকাদার জহিরুল ইসলাম, অ্যাড. ইমানুর রহমান, সংগঠনটির অন্যান্য সদস্যসহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Comments (0)
Add Comment