গাংনী প্রতিনিধি: কনটেন্টের মান উন্নয়ন ও নতুন ক্রিয়েটরদের সহযোগিতার মাধ্যমে বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে মেহেরপুর জেলার কনটেন্ট ক্রিয়েটরদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাংনীর ধানসিঁড়ি রিসোর্টে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের কনটেন্ট ক্রিয়েটররা অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি ও মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফল কনটেন্ট ক্রিয়েটর তরিকুল ইসলাম। ঞড়ৎরশঁষ ২.০ একটি টেক রিলেটেড পেজের মাধ্যমে তিনি একজন সফল কনটেন্ট ক্রিয়েটর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফল কনটেন্ট ক্রিয়েটর হাবিবুর রহমান, শাহীনুর রহমান, তারেক ম-ল, জিয়াউর রহমান ও অপূর্ণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রিক্তা সাহা। অনুষ্ঠানে সফল ১০ ক্রিয়েটরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। জেলার সকল কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কনটেন্টের মান উন্নয়নসহ নানা সার্বিক বিষয়ে মতামত তুলে ধনেন বক্তরা।