মেহেরপুর/ঝিনাইদহ প্রতিনিধি: মেহেরপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ও ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্টিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির মেহেরপুরের প্রতিনিধি মো. হাসনাত জামান সৈকত, খন্দকার মুইজ উদ্দিন, গাংনীর প্রতিনিধি আমির হামজা। এ সময় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, আওয়ামী লীগকে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ইন্ডিয়ান মদদপুষ্ট দল আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের সাধারণ ছাত্রজনতা। শনিবার বিকেলে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরাইরা, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিহানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবেনা ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমাদের শহীদ ভাইদের রক্তের প্রতি বেঈমানি করা হবে। তারা আরও বলেন, আওয়ামী লীগের দোসররা এখনও বাংলারজমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে এই বাংলার জমিনে তাদের ঠাঁই দেয়া হবে না।