মেহেরপুর ডিবির পৃথক দুটি মাদকবিরোধী অভিযান দেড় কেজি গাঁজাসহ আটক ৩

মেহেরপুর অফিস: মেহেরপুর ডিবি পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর এলাকা থেকে মিলন হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। মিলন হোসেন (৩০) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর মীরেরপাড়ার ফজলু মালিথার ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালায়। ওই সময় মিলন হোসেন একটি ভ্যানযোগে গাঁজা নিয়ে যাচ্ছিল। তাকে গ্রেফতার করে তার সাথে থাকা এক কেজি গাঁজাসহ তার ভ্যান আটক করা হয়।

এদিকে রোববার দিবাগত রাতে মেহেরপুর ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযানে রাসেল মিয়া ও সাজু মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে রোববার রাতে মেহেরপুর শহরের গরুর হাট এলাকা থেকে রাসেল ও সাজু নামের দুই  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক রাসেল (২৪) মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়ার মো. জামাল হোসেনের ছেলে এবং মো. সাজু মিয়া (২১) সদর উপজেলার মহামারী গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করেন। এক সময় গরুর হাট এলাকা থেকে সাজু ও রাসেলকে গ্রেফতার করার পর তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় পৃথক ২টি মামলা হয়েছে।

 

Comments (0)
Add Comment