মেহেরপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন

মেহেরপুর  অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের হলরুমে এ যাচাই বাছাই কার্যক্রম চলে। সকালে মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই কার্যক্রমে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। সমর্থকদের স্বাক্ষর অমিল থাকায় মেহেরপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কাউছার আলীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ। যাচাই বাছাই কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।

তিনি জানান, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে ভোটারদের স্বাক্ষরে অমিল, ঋণ খেলাপি, হলফ নামায় স্বাক্ষর না থাকাসহ বিভিন্ন কারণে মেহেরপুর পৌরসভায় দুজন মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একজন, কাউন্সিলর পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের দিনে মেয়র প্রার্থী মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল এবং কাউসার আলীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১০০ জন ভোটারের নামের তালিকা জমা দেয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই ১০০ জন ভোটারের মধ্যে একাধিক ভোটারের স্বাক্ষরে অমিল থাকায় আরিফুল এনাম বকুল এবং কাওসার আলী মূল্যায়ন পত্র বাতিল হয়ে যায়।

এদিকে মেহেরপুর পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পলি খাতুন, কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডের মিজানুর রহমান জনি, ৪ নম্বর ওয়ার্ডে ফাহাদ খান, ৫ নম্বর ওয়ার্ড আক্তারুল ইসলাম, মোস্তাক আহমেদ, ৭ নম্বর ওয়ার্ডে ইলিয়াস হোসেন, মনিরুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ডের নাজমুল হাসানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৭ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

Comments (0)
Add Comment