যশোরে একদিনে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু : শনাক্ত ১৯১

স্টাফ রিপোর্টার: যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন বয়স্ক নারী ও একজন পুরুষ রয়েছেন। একই সময়ে যশোরে আরো ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে যশোরের ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১শ’ জনের ও জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন ২২৬ জনের পরীক্ষায় ৯১টি পজিটিভ হয়েছে। পরীক্ষায় অনুসারে শনাক্তের হার ৩৮ দশমিক ০৪ শতাংশ। নতুন করে শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলা এলাকায় সর্বোচ্চ ১৪২ জন রয়েছেন। রোববার যশোর জেনারেল হাসপাতালের উপসেবা-তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালের ইয়েলোজোনে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী হাকেয়া বেগম (৬০), যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের দিদার মোড়লের স্ত্রী সোলেহার বেগম (৯০) ও ঝিকরগাছা উপজেলার কাঠুয়াপাড়া গ্রামের মৃত রমজান শেখের ছেলে রাজু আহমেদ (৫০)। এরা সবাই করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়োলোজোনে ভর্তি ছিলেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান। তিনি বলেন, বর্তমানে হাসপাতালের রেডজোনে ১০ জন ও ইয়েলোজোনে ২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Comments (0)
Add Comment