যারা দায়িত্বশীল পদে আছেন, তাদেরই প্রথমে দুর্নীতিমুক্ত হতে হবে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর

মেহেরপুর প্রতিনিধন:দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর মানববন্ধন ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (দুদক) বুলবুল আহমেদ এবং সদর সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকা।

বক্তারা বলেন, যারা দায়িত্বশীল পদে আছেন, তাদেরই প্রথমে দুর্নীতিমুক্ত হতে হবে।” তারা দুর্নীতি দমন কমিশনের জেলা ও উপজেলা কমিটিগুলোকে আরও সক্রিয় ও তৎপর হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা উপপরিচালক আশাদুল ইসলাম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, জেলা তথ্য অফিসার আব্দুল আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির, জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজ মাহমুদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।