যুবককে পিটিয়ে হত্যা, পীরের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৬

কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীরের দরবারে রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পীর তাছের উদ্দীনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা এ মামলার আসামি।  নিহতের বাবা আবদুর রাজ্জাক বাদী হয়ে থানায় এ মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ভেড়ামারা উপজেলার কাচারিপাড়ার মোসাব্বির হোসেনের ছেলে সাইদুর রহমান মিলন, দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের আবদুর রহমানের ছেলে সামসুদ্দিন ওরফে শিমুল, সেনাইকুন্ডি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আবদুস সাদি শিমুল, ইনছাফনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুমন হোসেন, হোসেনাবাদ গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইমরান আলী ও কল্যাণপুর গ্রামের আফিরুল ইসলামের ছেলে শফিউল রহমান লিমন।
গত রোববার দুপুরে মোবাইল চুরির অভিযোগে উপজেলার কল্যাণপুরে কথিত পীর তাছের ফকিরের দরবার শরিফের ভেতরে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবক উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিণগাছি গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। ঘটনার পর ৬ জনকে আটক করে পুলিশ। মামলার পর তাদেরকে গ্রেঅতার দেখানো হয়।

দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, মোবাইল ফোন চুরির অভিযোগে রোববার কল্যাণপুর দরবারের ভেতর রাশেদ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতার করে আইনে সোপর্দ করার চেষ্টা চলছে।

Comments (0)
Add Comment