রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে চুয়াডাঙ্গার একজনসহ ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা পজিটিভ এবং ৮ জন উপসর্গ নিয়ে মারা যান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার সকালে জানান, সর্বশেষ মারা যাওয়া ১৪ জনের মধ্যে ৭ জন রাজশাহীর ও ৪ জন নাটোরের বাসিন্দা। এ ছাড়া পাবনা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গার একজন করে রয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬০ জন। এ নিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫২২ জন। শুক্রবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮৫টি নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৮৩টি নমুনা পরীক্ষায় ১৭ জন রোগী করোনা শনাক্ত হন। শনাক্ত হার ২০ দশমিক ৪৮ শতাংশ।

Comments (0)
Add Comment