রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজশাহীর আটজন, নাটোরের চারজন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জের দুই জন করে ও নাওগাঁ ও কুষ্টিয়ার একজন করে। করোনা শনাক্ত হয়ে মারা গেছেন চারজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৫ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ৪৩৭ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা রোগীদের জন্য ৪৫৪ বেড ছিল। নতুন করে আরও একটি ওয়ার্ড চালু করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে ২৮২ জনের। করোনা শনাক্ত হয়েছে ৯৬ জনের। অর্থাৎ শনাক্ত হার ৩৪ দশমিক ৪ শতাংশ।

Comments (0)
Add Comment