শিশু ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে ভ্যানচালককে গণধোলাই

স্টাফ রিপোর্টার:দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আব্দুল খালেক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আজ রবিবার সকালে মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।

আব্দুল খালেক বাঁশবাড়ীয়া গ্রামের চেতন মন্ডলের ছেলে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার পথে বাশঁবাড়িয়ার গাংনী ফিলিং স্টেশনের সামনে গেল ২১ জুলাই ওই ভ্যানচালক শিশুটিকে কুপ্রস্তাব দিয়েছিলো। পরে আজ রবিবার দুপুরের দিকে সন্ধানী স্কুল এন্ড কলেজের সামনে ওই ছাত্রী তার পরিবারকে অভিযুক্ত ভ্যানচালককে শনাক্ত করে দেয়। এসময় উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, আহত অবস্থায় অভিযুক্ত ভ্যানচালককে আটক গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়েছে। হয়রানীর শিকার ঐ শিশুর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।