দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতুন বাস্তপুর গ্রামে বাল্যবিয়ে রোধে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের নতুন বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন তথ্য আপা সানজিদা আফরিন। এ সময় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা সন্তানদেরকে বোঝা মনে করে বাল্য বিয়ে দিয়ে থাকেন। যা আইনত অপরাধ ও সামজিক কুসংস্কার। আপনাদের সন্তানদের সম্পদ ও আগামীর ভবিষ্যৎ প্রজন্ম ভেবে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন। একদিন দেখবেন তারা দেশ ও জাতীর কল্যানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছে। তখন তারা আপনার, আপনাদের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, ছেলে-মেয়েকে কখনো আলাদা ভাবে দেখবেন না। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাদের মধ্যে বৈষম্য করবেন না। তাদের কে সমান ভাবে দেখবেন। আপনারা যদি পরিবার থেকে ছেলে-মেয়ের মাঝে বৈষম্য তৈরি করেন তাহলে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়বে। মনে রাখতে হবে বর্তমান সময়ে ছেলে মেয়ে একে অপরের সাথে তাল মিলিয়ে কাজ করছে। সমাজ থেকে কুসংস্কার দূরিকরণে সকল কে সচেতন হতে হবে। দামুড়হুদা তথ্য কেন্দ্রের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম, ইসলামিক ফাউ-েশনের ফিল্ড সুপার ভাইজার মারিয়া মাহাবুব।