সম্ভাবনা নয় এখানেই পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপন করবো আমরা

দর্শনা সীমান্ত পরিদর্শনকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন

দর্শনা অফিস: দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। ধীরে ধীরে এ দাবি পূরণ হতে চলেছে। দাবি পূরণ এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা পরিদর্শন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি গাড়িবহর যোগে দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় পৌঁছান। এ সময় দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটি, বিজিবি, ইমিগ্রেশন, দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যার্থনা জানানো হয়। পরে তিনি কর্মকর্তা ও নেতৃবৃন্দের সাথে নিয়ে পুরো এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন। টানা দেড়ঘণ্টা পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত বৈঠক করেন।
বৈঠক শেষে আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, দর্শনা পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপন সম্ভাবনা নয় এখানেই হবে। যত দ্রুত সম্ভব ভবন নির্মাণ কাজ শুরু হতে পারে। এছাড়া জমি অধিগ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে প্রক্রিয়া মাফিক কাজ করবো আমরা। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র, পূর্ণাঙ্গ বন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মতিয়ার রহমান, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, বন্দর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী কবির খান, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর, দর্শনা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা এনএসআই উপ-পরিচালক জিএম জামিল সিদ্দিক, দর্শনা কাস্টমস সার্কেলের সহকারী কমিশনার শরাফত হোসেন, স্থলবন্দর কর্তৃপক্ষের এ্যাসটেট অফিসার জসিম উদ্দিন, দর্শনা বন্দর বাস্তবায়ন কমিটির যুগ্মসম্পাদক রেজাউল করিম লিটন, ওমর আলী, আশরাফুল আলম উলুম, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলীম, রাজস্ব কর্মকর্তা আব্দুল গণি, দর্শনা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আতিয়ার রহমান হাবু, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাজি হারুন অর রশিদ, রফিকুল ইসলাম, দর্শনা পৌর সার্ভেয়ার মওলা বকশ প্রমুখ।

Comments (0)
Add Comment