সরকারি আদেশ অমান্য করে পুকুর কাটায় আবারো জরিমানা আদায়

মেহেরপুর অফিস ঃ সরকারি আইন অমান্য করে অবৈধভাবে পুকুর কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের মাত্র দুইদিন পর আবারও একই স্থানে পুকুর কাটার অপরাধে আবারো জরিমানা আদায় করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রামনগর কলোনী পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বায়েজিদ বোস্তামী নামের এক ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়। একইসাথে মাটিকাটা এক্সকেভেটরটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসানো হয়। এসময় অবৈধ মাটি কাটার দায়ে সদর উপজেলার গোপালপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বায়েজিদ বোস্তামীর নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে গত বৃহস্পতিবার একই পুকুর কাটার দায়ে পুকুর মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Comments (0)
Add Comment