সেবা ক্লিনিক বন্ধের নির্দেশ

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গার সেবা ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএস মারুফ হাসান। ক্লিনিকের কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দামুড়হুদা কার্পাসডাঙ্গার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক পরিদর্শনে যান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। এসময় ওই এলাকার প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন তিনি। সেবা ক্লিনিকের কাগজপত্র নবায়ন না করা পর্যন্ত ক্লিনিকের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন সিভিল সার্জন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গা শহরাঞ্চলসহ জেলার প্রত্যেক এলাকায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বিভিন্ন এলাকার ক্লিনিক ও ডাগানস্টিক সেন্টার পরিদর্শন করা হচ্ছে। কার্পাসডাঙ্গার বিভিন্ন ক্লিনিকে গিয়ে তাদের কাগজপত্র দেখা হয়েছে। সেবা ক্লিনিক নামের একটি প্রতিষ্ঠানের কাগজপত্র নবায়ন না থাকায় তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো সরকারি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে কিনা এবং সেগুলোর কাগজপত্র ঠিক আছে কি না, নবায়ন করা আছে কি না এ বিষয়ে দেখা হচ্ছে। যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই এবং নিয়ম বর্হিভূর্তভাবে পরিচালনা করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখনও যাদের কাগজপত্র ঠিক নেই তাদের দ্রুত নবায়ন করাসহ নিয়ম

Comments (0)
Add Comment