স্বপ্নের কথা বলে পাতা হয়েছে প্রতারণার দোকান : অপচিকিৎসা দিচ্ছে মিনু খাতুন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী পশ্চিমপাড়ার মিনু খাতুনের দাবি তিনি স্বপ্নে সর্বরোগের গাছাড়া ওষুধ পেয়েছেন। যে গাছড়া সেবন করলে সকল রোগ থেকে মুক্তি মেলে। এমন প্রচারণা চালিয়ে অপচিকিৎসা দিয়ে তিনি অসহায় মানুষদের নিকট থেকে প্রতিদিন মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। দরিদ্র মানুষদেরকে অপচিকিৎসার হাত থেকে রক্ষাসহ প্রতারক কবিরাজ মিনু খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়ের উথলী এলাকাবাসীর গণস্বাক্ষরকৃত অভিযোগ থেকে জানা যায়, উথলী পশ্চিমপাড়ার মঞ্জুর হোসেনের মেয়ে মিনু খাতুন পাশর্^বর্তী গ্রামের আব্দুল খালেকের সাথে বিয়ে হয়েছে। মিনু খাতুন বেশ কিছুদিন পূর্বে শ^শুরবাড়ি থেকে পিত্রালয় উথলীতে চলে এসেছেন। উথলীতে এসে তিনি প্রচারণা চালান স্বপ্নেযোগে তিনি সর্বরোগের মহাঔষধ পেয়েছেন। তার নিকট থেকে গাছড়া ওষুধ নিয়ে সেবন করলে সকল রোগ থেকে মুক্তি মেলে। এমন প্রচারণা চালিয়ে তিনি অসহায় ও দরিদ্র অসুস্থ মানুষের আস্থা ও মন জয় করতে সমর্থ হয়েছে। এলাকাবাসীসহ দুর-দূরান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন চিকিৎসা নিতে তার নিকট আসছে। চিকিৎসা নিতে আসা অসহায় মানুষদের তিনি প্রতারণার ফাঁদে ফেলে অপচিকিৎসার মাধ্যমে তাদেরকে আরও কঠিন অসুখের ভেতর ঠেলে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ কাজের মাধ্যমে প্রতিদিন তিনি মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ।
অপচিকিৎসা দেয়া কবিরাজ মিনু খাতুনের হাত থেকে অসহায় ও দরিদ্র মানুষদেরকে রক্ষা করতে এলাকাবাসী গত মঙ্গলবার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরকৃত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

Comments (0)
Add Comment