স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরের গ্লানী মুছে নতুন নেতৃত্ব নির্ধারণে জনগণ হাতপাখা মার্কায় ভোট দেবে — মাওলানা মোঃ জহুরুল ইসলাম আজিজী

স্টাফ রিপোর্টার: বুধবার, ১২ই নভেম্বর আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত চুয়াডাঙ্গা-০১ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ জহুরুল ইসলাম আজিজীর নেতৃত্বে এক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগে এলাকাবাসীর বিপুল উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় জনগণ মাওলানা জহুরুল ইসলাম আজিজীকে স্বতঃস্ফূর্তভাবে অভ্যর্থনা জানায় এবং ইসলামী আন্দোলনের পক্ষে একাত্মতার অঙ্গীকার ব্যক্ত করে।

বক্তব্যে মাওলানা মোঃ জহুরুল ইসলাম আজিজী বলেন,
“স্বাধীনতার ৫৪ বছর পরও এই দেশের মানুষ ন্যায়, ইনসাফ ও সুশাসনের জন্য হাহাকার করছে। দুর্নীতি, বৈষম্য ও অবিচারে আজ দেশ ক্লান্ত। এই গ্লানী মুছে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে নেমেছে। ইনশাআল্লাহ, আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে থাকবে ন্যায়, আমানত ও জনগণের নিরাপত্তা।”

তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীকই হাতপাখা। আসুন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হই, ইনসাফ ও শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য হাতপাখা মার্কায় ভোট দিন।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক আজগর আলী,
আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম,
কুমারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমদ,
সেক্রেটারি মোশারফ হোসেন,
সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস,
এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, আবুল বাশার, নাসির উদ্দিন, হেলাল উদ্দিন, আবুল কাশেম, মুকুল, লিয়াকত ইসলামসহ কুমারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকগণ।