স্মার্ট ও আধুনিক মানের বাংলাদেশ গড়তে সুশিক্ষার বিকল্প কিছুই নেই

চুয়াডাঙ্গার সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে এমপি আলী আজগার টগর

লাবলু রহমান: স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি মনিরুজ্জামান মণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।  প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চুয়াডাঙ্গা-২ আসনে আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদান পৌঁছানো হয়েছে। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদরাসায় সরকারের শিক্ষাখাতের সব দাবি মেনে নেয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, বয়ষ্ক ভাতা, বিধবা ভাতার ব্যবস্থা করেছে আ.লীগ সরকার। যখন যা চাওয়া হয়, সরকার তাই দেয়। এত কিছুর উদ্দেশ্যই হলো শিক্ষার মান উন্নয়ন। যে কোনো কিছুর বিনিময়ে আমরা চাই শিক্ষার মান যেনো বৃদ্ধি পায়। দুস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসহ শিক্ষা খাতে বিভিন্ন অনুদান দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে আমাদের দেশ আজ উন্নত রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্যে ছুটে চলেছে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে সুশিক্ষার বিকল্প কিছু থাকতে পারে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌরসভার নব-নির্বাচিত মেয়র আতিয়ার রহমান হাবু, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ মিয়া, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার, তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি প্রবীণ আ.লীগ নেতা এএসএম খালেকুজ্জামান, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হাফিজুর রহমান, সাইদ খোকন, আব্দুল হক লিটু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দীন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিজানুর রহমান মাস্টার।

Comments (0)
Add Comment