সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল নেতা আরমান মৃত্যুশয্যায়, রাজশাহী রেফার্ড

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য আরমান খান (২৭)।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে দীননাথপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

আহত আরমান খান চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দা ও আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন সক্রিয় রাজনীতিক হিসেবে পরিচিত এবং ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত আছেন।

দুর্ঘটনাস্থলে উপস্থিত থাকা আরমানের এক সঙ্গী জানান, দুর্ঘটনার সময় আমি ঠিক তার পিছনেই অন্য একটি মোটরসাইকেলে ছিলাম। রাস্তাটির এক পাশে ছাগল ছিল, অন্য দিক দিয়ে একটি ইজিবাইক আসছিল। ছাগলের কারণে হঠাৎ আরমানের মোটরসাইকেলটি ভারসাম্য হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

সংঘর্ষের পর আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আহত আরমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা তাঁকে রাজশাহী মেডিকেলে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সকালবেলায় ওই সড়কে যানবাহনের পাশাপাশি গবাদিপশুর চলাচল থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে আহত আরমানের প্রাথমিক চিকিৎসা প্রদান করা কর্তব্যরত চিকিৎসকের দায়িত্বকাল শেষ হওয়ায় ঘটনার বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এএইচ