মেহেরপুর প্রতিনিধি:জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের তাহের ক্লিনিক মোড়ে মেহেরপুর জেলা জাকের পার্টির আয়োজনে এ জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাকের পার্টির সভাপতি সাইদুল আলম শাহীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কৃষক ফ্রন্ট ঢাকা বিভাগের সিকদার সভাপতি রিয়াজ উদ্দিন।
মেহেরপুর জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, সদর উপজেলা জাকের পার্টির সভাপতি গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক নূর হোসেন, গাংনী উপজেলা সভাপতি নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও খাদেম বিশ্বওয়ালি মঞ্জিলের মাওলানা সাইফুল ইসলাম আল হেলালি।
বক্তারা বলেন, ৫০০ টাকা নিয়ে ভোট দিতে যাবেন না, পাঁচ বছরের ভবিষ্যতের চিন্তা করুন” জাকের পার্টি দেশের শান্তি, মানবতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা জনগণকে আহ্বান জানান—