৭০ লিটার চোলাই মদসহ জাফরপুরের মুকুল র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জাফরপুর থেকে দেশীয় চোলাই মদসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে জাফরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ।
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, চুয়াডাঙ্গা সদর থানাধীন জাফরপুর বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের চৌকস আভিযানিক দল জাফরপুর বাজারে জনৈক মোজাম্মেল হোসেনের (মিলন স্টোর) মুদির দোকানের সামনে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে গ্রেফতার করা হয় জাফরপুর মধ্যপাড়ার মৃত আহম্মদ আলী সরদারের ছেলে মুকুল আলীকে (৫০)। এসময় তার হেফাজতে থাকা ৭০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করে র‌্যাব। পরে গ্রেফতারকৃত মুকুল আলীকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়।

Comments (0)
Add Comment