৯ মাসের শিশু ফিরে পেল তার মায়ের কোল

গড়াইটুপি প্রতিনিধি: মায়ের অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গার রাঙ্গিয়ারপোতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) তড়িৎ পদক্ষেপে ৯ মাসের সাবিদ হোসেন নামের শিশু ফিরে পেল তার মায়ের কোল। গতকাল মঙ্গলবার তার মায়ের হাতে শিশুকে তুলে দেয় পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সবুর হোসেন প্রায় আড়াই বছর আগে জেলার দামুড়হুদা উপজেলার গাইদঘাট গ্রামের আমজাদ হোসেনের মেয়ে টপি খাতুনকে বিয়ে করে। সাংসারিক জীবনে সাবিদ হোসেন নামের তাদের শিশু জন্ম নেয়। গত কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে তার স্বামী শিশুকে রেখে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন। এই ঘটনার পর গতপরশু ভুক্তভোগী ওই নারী সন্তানকে ফেরত পেতে দর্শনা থানায় অভিযোগ দায়ের করেন। পরে থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করেন। থানার এসআই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত সবুর হোসেনকে জীবননগর উপজেলা থেকে শিশুসহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান অভিযোগ পাবার পরে দ্রুত আমরা পদক্ষেপ নিই। মাত্র ৯ মাসের দুধের শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দেয়া হয়। ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা না করায় তার স্বামীকে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ পেশাদারিত্বের পাশাপাশি মানবিক কাজগুলোও অত্যাধিক গুরুত্বসহকারে করে থাকে। ছোট বাচ্চাটিকে আমরা মায়ের কোলে তুলে দিয়ে মা ও শিশুর হাসিতেই আমাদের পূর্ণতা ও স্বার্থকতা।

Comments (0)
Add Comment