খোশ আমদেদ মাহে রমজান

।। প্রফেসর ড. মুহাম্মদ ইউসুফ আলী।।
আজ ৬ রমজান। রহমতের দশকের আজ ষষ্ঠ দিন। নিঃসন্দেহে রমজান মাস আল্লাহর কাছে আমল কবুলের মাস। কিন্তু শর্ত হল আমলটি অবশ্যই ত্রুটিমুক্ত হতে হবে। ত্রুটিযুক্ত কোন জিনিষ আমরা পছন্দ করি না, তাহলে কিভাবে আশা করা যায় যে, মহান আল্লাহ তায়ালা ত্রুটিযুক্ত রোজা কবুল করবেন। হাদিসে আছে, অনেক রোজাদার এমন আছে যারা রোজার কষ্ট ছাড়া আর কিছুই পায় না, আর এমন রাত্রি জাগরণকারী আছে যারা রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না (ইবনে মাজাহ, নাসাঈ, হাকিম)। কিছু কাজের কারণে রোজা ভেঙ্গে যায়, আবার কিছু কাজ রোজাকে ত্রুটিযুক্ত করে। এগুলো জানা খুবই জরুরী। রোজা ভাঙ্গার কারণের মধ্যে রয়েছে: বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে; আগরবাতি প্রভৃতির ধোয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে; ভূলে পানাহার করার পর রোজা ভেঙ্গে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোন কিছু পানাহার করলে; রাত আছে মনে করে সুবহে সাদেকের পর কোন কিছু পানাহার করলে; ইফতারীর সময় হয়নি অথচ ইফতারীর সময় হয়েছে মনে করে ইফতারী করলে; কানে বা নাকে ঔষধ নিলে; পেশাব বা পায়খানার রাস্তায় ঔষধ, ঢুস বা অন্য কিছু প্রবেশ করালে; নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে; ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে; কুলি করার সময় অনিচ্ছাবশতঃ কন্ঠনালীতে পানি চলে গেলে; মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় সুবহে সাদেক হয়ে গেলে; দাঁতে কোন খাদ্য-টুকরা আটকে ছিল এবং সুবহে সাদেকের পর তা ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে; দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুথুর চেয়ে পরিমাণে বেশী হয় এবং কন্ঠনালীর ভিতরে চলে যায়; দুপুরের পর রোজার নিয়ত করলে। যে সব কারণে রোজা ভাঙ্গে না তবে তা দোষণীয়: বিনা প্রয়োজনে কোন কিছু চিবালে; বিশেষ শরিয়তী কারণ ছাড়া তরকারী ইত্যাদির লবণ চেখে ফেলে দেয়া; টুথপেষ্ট, মাজন, কয়লা বা গুল ব্যবহার করা; গোসল ফরজ অবস্থায় সারাদিন অতিবাহিত করা; কোন রোগীর জন্য নিজের রক্ত দেয়া; ঝগড়া-ফ্যাসাদ, গালি-গালাজ করা, গীবত, চোগলখুরী করা, অনর্থক কথা-বার্তা বলা, মিথ্যা বলা; ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা; মুখে অধিক থুথু একত্র করে গিলে ফেলা; ঠোটে লিপিস্টিক লাগালে যদি মুখের ভিতর চলে যাবার আশংকা হয়। তাই আসুন এসমস্ত কাজ আমরা পরিহার করি এবং সর্বাত্তক চেষ্টা করি যাতে আমাদের রোজাগুলো সুন্দর হয়। (লেখক: অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়)

Comments (0)
Add Comment