চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১ নারী করোনাভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৯ এপ্রিল ২৮ টি নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। আজ সকালে তার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১ জন করোনা শনাক্ত হয়েছেন। বাকীরা শনাক্ত হননি। জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে মোট শনাক্ত হয়েছেন ১০ জন।

এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুরের এক ব্যক্তির নমুনা ঢাকা কিডনি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়। পরে তিনি করোনায় আক্রান্ত বলে আইইডিসিআর থেকে জানানো হয়। এছাড়া, জীবননগরের এক নারীর নমুনা যশোর জেনারেল হাসপাতাল থেকে সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। তিনিও করোনা শনাক্ত হয়েছেন বলে জানানো হয়। অর্থাৎ, জেলায় এ পর্যন্ত মোট ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। আর সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন একজন। আজ মঙ্গলবার পর্যন্ত জেলায় আইসোলেশনে আছেন ৮ জন, হোম কোয়ারেন্টিনে আছেন ৩০৭ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৮ জন। কোয়ারেন্টিন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৪৬৩ জন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয় ইতালি ফেরত এক যুবক। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ওই যুবক।

 

####জহির রায়হান সোহাগ

Comments (0)
Add Comment