চুয়াডাঙ্গায় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ৯৩ জন এপ্লাসসহ ৯৪ জন পরীক্ষার্থী শতভাগ উত্তীর্ণ

স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে ৯৩ জন এপ্লাসসহ ৯৪ জন পরীক্ষার্থী শতভাগ উত্তীর্ণ হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে এতথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুলাই-ডিসেম্বরে ৬ মাস ব্যাপী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রশিক্ষণ কোর্সে ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন। এরমধ্যে ৯৩ জন প্রশিক্ষার্থী এপ্লাস পেয়েছেন এবং একজন প্রশিক্ষার্থী এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষক রিফাত রহমানের সার্বিক প্রশিক্ষণে শিক্ষার্থীরা এ ভালো ফলাফল করেছে।
চুয়াডাঙ্গা শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সাহান শিক্ষার্থীদের এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত : গত ২৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment