আগামী ২৮-৩০ জুন চুয়াডাঙ্গায় অনলাইন ডিজিটাল মেলা

চুয়াডাঙ্গার সরকারি ওয়েবপোর্টাল ভিজিট করে মেলা সফল করার অনুরোধ জেলা প্রশাসকের
স্টাফ রিপোর্টার: এবারই প্রথম অনলাইনে ডিজিটাল মেলা হতে যাচ্ছে চুয়াডাঙ্গায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর এবং এটুআই’র সহযোগিতায় আগামী ২৮-৩০ জুন অনলাইন ডিজিটাল মেলার আয়োজন করা হয়েছে। বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চুয়াডাঙ্গা জেলার ডিজিটাল কার্যক্রমকে জাতীয় তথ্য বাতায়নের মাধ্যমে নাগরিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে অনলাইনে এ মেলা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে আজ শনিবার বেলা ১১টায় জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। আগামী ২৯ জুন দুপুর ১টায় ‘কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তিই হাতিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া, ২৮-৩০ জুন জেলা পর্যায়ে সরকারের সকল ডিজিটাল কার্যক্রমের তথ্যাদি চুয়াডাঙ্গা ডট গভ ডট বিডি (chuadanga.gov.bd) ওয়েবসাইটে আপলোড করা হবে। একজন সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ওয়েবপোর্টালটি ভিজিট করে এবারের অনলাইন ডিজিটাল মেলার সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

Comments (0)
Add Comment