চুয়াডাঙ্গায় অনলাইন ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অনলাইন ডিজিটাল মেলা-২০২০ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় জুম অ্যাপসের মাধ্যমে ভি‌ডিও কনফা‌রে‌ন্সে জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে যুক্ত হন জেলা প্রশাসক। `মুজিববর্ষে আমাদের অঙ্গীকার,প্রযুক্তি উন্নয়নের হাতিয়ার” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইনে “ডিজিটাল মেলা” উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার অনলাইনে ডিজিটাল মেলা উদযাপনের উদ্দেশ্য, প্রস্তুতি, বিষয়বস্তু ইত্যাদি বিষয়ে সম্যক আলোচনা করেন।এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জনাব মনিরা পারভীন উক্ত অনুষ্ঠানে উপস্হিত থেকে এ আয়োজনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন এবং করোনাকালীন এ দুর্যোগকালে করোনাঝুঁকি থেকে বাঁচতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় ও এটুআইয়ের যৌথ উদ্যোগে ভিন্ন ধরণের এ মেলা আয়োজনকে সাধুবাদ জানান। 
ঘণ্টাব্যাপী অনু‌ষ্ঠিত এ সম্মেলনে অনলাইন ডিজিটাল মেলা আয়োজনের নানা তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক। সম্মেলনে জেলায় ইন্টারনেট সেবার মান আরো উন্নত করার জন‌্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন গণমাধ্যমকর্মীরা। গণমাধ্যমকর্মীদের বক্তব‌্য শে‌ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, করোনার এ মুহুর্তে তথ্য আদান-প্রদানসহ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য হয়ে পড়েছে ইন্টারনেট। ফ‌লে খুব সহ‌জেই বোঝা যা‌চ্ছে ডি‌জিটাল প্রযু‌ক্তি বর্তমান সম‌য়ে কতটা প্রয়োজ‌নীয়। তি‌নি আরও জানান, জেলার প্রতিটি ইউনিয়নে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার কাজ চলমান রয়েছে।  ভিডিও কনফারেন্সে সাংবাদিকদের মধ্যে যুক্ত  ছিলেন এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাইজার চৌধুরী, আরটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগ, দেশটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, আনন্দ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুন, এসএ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফ, দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনিসহ অন্যরা।
Comments (0)
Add Comment