চুয়াডাঙ্গার কুন্দিপুর-দোস্ত সড়কে পুলিশ পরিচয়ে ছিনতাই

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার কুন্দিপুর-দোস্ত বাজার সড়কে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ছিনতাইকারীরা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কুন্দিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে মিকাইল হোসেন শুক্রবার রাত ৯টার দিকে দোকানের কাজ সেরে বাড়ি ফিরছিলেন।  তিনি কুন্দিপুর- দোস্ত বাজার সড়কের অদুর্বর্তীস্থানে পৌঁছুলে একটি মোটরসাইকেল যোগে তিনজন সামনে এসে থামে। পুলিশ পরিচয় দিয়ে তাকে দাঁড় করায়। জনৈক আলমের বাড়ি কোনটি এবং তার নামে মামলা আছে বলে মিকাইলকে তার বাবার সাথে ফোনে কথা বলতে বলে। মিকাইল ফোন বের করে তার বাবার সাথে কথা বলতেই ছিনতাইকারীরা তার স্মাট মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে সটকে পড়ে। মিকাইলের পিতা আহম্মদ আলী বলেন, আমার সাথে যখন কথ হয় তখন তারা বলে আমরা পুলিশের লোক। এই বলেই আর কোন কথা হয়নি। এ ব্যাপারে হিজলগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কিশোর কুমার বলেন, আমি ফোনের মালিককে জিডি করার পরামর্শ দিয়েছি।

Comments (0)
Add Comment