চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের পর দুপুর থেকে স্বস্তির বৃষ্টি শুরু

টানা কয়েক দিনের মৃদু তাপদাহের পর বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের কারণে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।  মঙ্গলবার দুপুর থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে চুয়াডাঙ্গায় মৃদু তাপদাহ ছিলো। আর বাতাসে আদ্রাতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল। দুপুর থেকে বৃষ্টি শুরু হওয়ায় জনজীবনে স্বাস্থি ফিরে আসে। এক ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি শুরুর আগে বাতাসে আদ্রতা ছিল ৮৮ শতাংশ। নিম্নচাপ আরও দুই দিন থাকতে পারে। বাতাসে আদ্রতা রয়েছে এখন ১০০ শতাংশ। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মৃদু তাপদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মুসুল ধারে বৃষ্টির পর জনজীবনে স্বাস্থি নেমে আসে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে তাপদাহ অব্যাহত রয়েছে। বাতাসে আদ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। বৃষ্টির পর কিছুটা স্বাভাবিক হয়েছে। নিম্নচাপ আরও দুই-একদিন অব্যাহত থাকতে পারে।

 

Comments (0)
Add Comment