চুয়াডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের রেজাল্টের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের রেজাল্টের দাবিতে মানববন্ধন কর্মর্সূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সরকারি কলেজের শহীদ মিনারের সামনে মানববন্ধনে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার ৩-৪টি বিষয় বাকি আছে। এমতাবস্থায় আমরা কোনো সরকারি চাকরিতে আবেদন করতে পারছি না। ফলে পরিবার বেকারত্মের গ্লানি টানতে পারছে না। অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বাকি বিষয়গুলো ইনকোর্স মার্কের ভিত্তিতে নম্বর দিয়ে রেজাল্ট নিশ্চিত করা হোক অথবা নিজ নিজ কলেজে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে দ্রুত ফলাফল ঘোষণা করা হোক।
এছাড়া আমরা যাতে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আবেদন করতে পারি সেজন্য এপিয়ার্ড সার্টিফিকেটের মাধ্যমে আবেদনের সুযোগ দেয়ার দাবি করা হয়।

Comments (0)
Add Comment