ঘুমন্ত অবস্থায় সাপের দংশন, প্রাণ গেলো যুবকের 

চুয়াডাঙ্গায় সাপের দংশনে আতিকুর নামের এক চা’দোকানির  মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আতিকুর রহমান দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের রামনাগর গ্রামের ক্লাবপাড়ার মৃত আমিরুলের ছেলে। পরিবারের সদস্যরা বলেন, সোমবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয় আতিকুরকে। কিছুক্ষন পর ছটফট করলে পরিবারের সদস্যরা টের পেলে ঘর থেকে একটি সাপ বের হতে দেখেন। পরে পরিবারের সদস্যরা আহত আতিকুরকে উদ্ধার করে গ্রাম্য একটি কবিরাজ (ওঝা) কাছে নেয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুড়ানপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মেম্বার জবেদা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় আতিকুরকে সাপে কামড়ায়। সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পেশায়  চা’দোকানির ছিলেন। তাদের মাটির ঘর হওয়ায় সাপ সহজেই ঘরে উঠে কামড় দিয়েছে। তিনি আরও বলেন,নিহত আতিকুর দরিদ্র পরিবারের সন্তান। সরকারিভাবে ঘরের তালিকায় আতিকুরের পরিবারের নাম ছিল। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিতসক ডা. সোহানা আহমেদ বলেন, মুমুর্ষ অবস্থায় সকাল  ৯টার দিকে আতিকুরকে ভর্তি করে পরিবারের সদস্যরা। পরে বেলা ১১টার দিকে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments (0)
Add Comment