দামুড়হুদার জয়রামপুর সড়কের দু’পাশে সজিনা গাছ লাগানোর উদ্বোধন 

এমআই মিরাজঃ দামুড়হুদা-জীবননগর সড়কের মাঝামাঝি  জয়রামপুর সড়কের দু’পাশে সজিনা গাছ লাগানোর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর সড়কে এ গাছ লাগানোর উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান মনির। দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় সজিনা গাছ লাগানোর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাসুম আব্দুল্লাহ, হাউলী ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো সাইফুল ইসলাম।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনিরুজ্জামান মনির দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক এমআই মিরাজ কে জানান, সজিনা ডাটা ও পাতায় প্রচুর পরিমানে পুষ্টি গুণাগুন রয়েছে। যা মানবদেহে পুষ্টি চাহিদা পুরণে ব্যাপক ভূমিকা রাখে। সজিনা গাছ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে তেমনি সবজির চাহিদা পুরণেও ব্যাপক কার্যকরী ভূমিকা রাখে। কৃষকরা চাইলে সজিনা চাষ করেও আর্থিক ভাবে লাভবান হতে পারে। সজিনা ডাটা  ও পাতা একটি পুষ্টিকর খাবার। সজিনা চাষ করতে কৃষকেরা উদ্বুদ্ধ হলে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। আর এ সজিনা গাছ লাগানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
Comments (0)
Add Comment