চুয়াডাঙ্গার বারুদ দিয়ে খেলার সময় বিস্ফোরণ : শিশু জখম 

স্টাফ রিপোর্টার: শ্যালো মেশিনে থাকা নজেলের ভেতরে বারুদ ঢুকিয়ে খেলার সময় বিস্ফোরণ হয়ে রিওন (৮) নামে এক শিশুর হাতের দুই আঙুল ক্ষতবিক্ষত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইয়নিয়নের টেইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত রিওন টেইপুর গ্রামের মাঝেরপাড়ার ট্রাক্টর চালক মিঠুনের ছেলে ও স্থানীয় প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিকসূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর শিশু রিওন তার এক চাচাতো ফুফু সাদিয়া বাড়ির পাশে খেলছিলো। এসময় শিশু রিওন শ্যালো মেশিনে থাকা নজেলের মধ্যে দিয়াশলাই এর বারুদ ঢুকিয়ে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে সেটি বিস্ফোরণ হয়। এতে রিওনের বাম হাতের দুটি আঙুল ক্ষতবিক্ষত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা রিওনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মাথাভাঙ্গাকে বলেন, রিওনের অবস্থা শঙ্কামুক্ত। তার হাতের দুটি আঙুল জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়ছে।

Comments (0)
Add Comment