চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৩, একজনকে রেফার্ড

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার কুলপালায় মোটরসাইকেল ও বাইসাইকেল সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছে। বুধবার (১২ মে) সন্ধার পর কুলপালা গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন,  কুলপালা গ্রামের পূর্বপাড়ার শফির ছেলে মোটরসাইকেল চালক শাহিন (৪০), একই এলাকার আসাদুলের ছেলে বাইসাইকেল চালক রহমাতুল্লাহ (২৭), ও শান্তির ছেলে সাইকেল আরোহী রাহুল (১০)। এর মধ্যে মোটরসাইকেল চালক শাহিনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী রেফার্ড করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধার পর রহমাতুল্লাহ ও শিশু রাহুল একটি বাইসাইকেলযোগে কুলপালার মোড় থেকে বাড়ি ফিরছিল। এসময় পিছন থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালকসহ তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, শাহিনের অবস্থা আশংকাজনক।  তার মাথায়, মুখমণ্ডলসহ রক্তাক্ত জখম হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী রেফার্ড করা হয়েছে। এছাড়াও বাকি দু’জনের অবস্থা শঙ্কামুক্ত। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
Comments (0)
Add Comment