চুয়াডাঙ্গায় ওকালতনামার দাম বৃদ্ধি : রোববার থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি কোর্টে মামলা পরিচালনার জন্য ওকালতানামার মূল্য বৃদ্ধি করেছে। আগামী রোববার থেকে তা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত মূলতবী সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন সঞ্চালনা করেন। সভায় বারের সাবেক সভাপতি নুরুল ইসলাম ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক এসএম রফিউর রহমান, শামীম রেজা ডালিম, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম ও আসম আব্দুর রউফ, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন, কামরুল আরেফিন, আব্দুস সামাদ, মজিবুল হক চৌধুরী, মাহতাব হোসেন ডাবলু, বদিউজ্জামান ও ফজলে রাব্বী সাগর বক্তব্য রাখেন।
সাধারণ সভায় অডিট রিপোর্টের আপত্তি গঠনতন্ত্র বহির্ভূত ভাবে বারের সাবেক সভাপতি মোল্লা আব্দুর রশিদ ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশারকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার জন্য বলা হয়েছে। এরমধ্যে রয়েছে, মরহুম আইনজীবী আবু বকর সিদ্দিকের মৃত্যুকালীন দাবি নমিনিকে দ্রুত প্রদান করার কথা আলোচনা করা হয়। কল্যাণ তহবিলের টাকা ফিক্সড ডিপোজিট থেকে ভেঙে ৩ লাখ ৯২ হাজার টাকা, ৪০ বছর উর্ধ্ব কয়েকজন আইনজীবীর মধ্যে কল্যাণ তহবিলের টাকা প্রদান, আইন পুস্তক ক্রয়ে অনিয়ম ইত্যাদি রয়েছে। ওকালতনামার দাম বর্তমানে কোর্টফিসহ ২৮০ টাকা । কিন্তু তা বেড়ে কোর্টফিসহ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনজীবীদের যতদ্রুত সম্ভব উৎসবভাতা বাস্তবায়ন করা হবে বলেও সভায় জানানো হয়।

 

Comments (0)
Add Comment