চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের নেতৃত্বে ডিএনসি’র অভিযান : মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে নেশাজাতীয় ইনজেকশন ও রেকটিফাইড স্পিরিট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার ভিন্ন সময় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১৫০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন ও ২০ লিটার রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক উজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ গতকাল বুধবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা তেতুলতলাপাড়ায় অভিযান চালান। এ সময় একই এলাকার মৃত শহীদ হোসেন মণ্ডলের ছেলে হাসিদ মণ্ডলের(৪০) বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ১৫০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। পালিয়ে যায় হাসিদ মণ্ডল। একই টিম সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া ফার্মপাড়ায় অভিযান চালান। এ সময় ওই এলাকার গোলাম রহমানের ছেলে জসিম উদ্দিনের (৩৫) বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ২০ লিটার রেকটিফাইড স্পিরিট। পালিয়ে যায় জসিম উদ্দিন। মাদক উদ্ধারের ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানা ও দর্শনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

Comments (0)
Add Comment