মহেশপুর সীমান্তে ৯৯ সোনার বারসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৯৯ সোনার বারসহ ইব্রাহীম খলিল নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জুলুলী গ্রামের করিমপুর মোড়ের বটতলা থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ১২ কেজি ৫৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। ইব্রাহীম খলিল পেশায় দর্জি। উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে তিনি।

মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়ক শাহীন আজাদ জানান, মহেশপুর সীমান্তের মাটিলা বিওপির টহল দল জুলুলী গ্রামের বটতলা এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের সময় ইব্রাহিম খলিলের গতিরোধ করে। তিনি পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৯টি সোনার বার পাওয়া যায়। যার বাজার ম‚ল্য প্রায় ৭ কোটি ৮৭ লাখ টাকা। ৫৮ বিজিবির পরিচালক আরও বলেন, এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সোনার আসল মালিককে আটকের চেষ্টা চলছে। সোনার বারগুলো ভারতে পাচারের জন্য বহন করা হচ্ছিলো বলে ধারণা বিজিবির।

জিজ্ঞাসাবাদে ইব্রাহীম বিজিবিকে জানিয়েছেন, সোনার বারগুলো এলাকার লেবুতলা গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। মোস্তফার দুই স্ত্রী। ছোট স্ত্রীর ভাই ইব্রাহীম।

Comments (0)
Add Comment