মুজিবনগর প্রতিনিধি: বাংলাদেশের বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার প্রদানকারী ১২ জন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এবং একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) আনসার সদস্য ও তাদের পরিবারকে সম্মানী প্রদান করা হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৫ উপলক্ষে শুক্রবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে এ সম্মানী প্রদান করা হয়েছে। মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট কামরুজামান উপস্থিত থেকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সম্মানী প্রদান করেন। মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন।